ওই যেখানে বকুল ঝরে
অজিত কুমার কর
নদীর ধারে ওই যেখানে ঝুরুঝুরু বকুল ঝরে
ওপথ দিয়ে যাই যখনি তোমার কথাই মনে পড়ে।
হয়তো তুমি ভুলেই গেছো ফেলে আসা দিনের কথা
মনে রাখার কী প্রয়োজন নেইকো কোনও যৌক্তিকতা।
আজও তোমায় ভালোবাসি অকপটে করছি স্বীকার
এতদিন তা গোপন ছিল প্রকাশ করার নেই অধিকার।
আমি যে এক বাউন্ডুলে নুন আনতে পান্তা ফুরায়
যারে আমি ভালোবাসি কষ্ট দিতে এ মন না-চায়।
কোথায় আছো কেমন আছো আমার যাপন একা একা
বিশটা বছর পেরিয়ে গেছে একটিবারও পাইনি দেখা।
বকুল গাছটা আর ছোটো নেই বেড়ে গেছে ওর কলেবর
সুগন্ধি ফুল কুড়িয়ে নিয়ে মুঠোয় ভরে করি আদর।
যা করি তা দেখে শুধু স্রোতস্বিনী কংসাবতী
ঢেউ তুলে ও হয়তো বলে, 'পেয়ে যাবে তোর প্রিয়তি'।
এমন সময় উঠল ডেকে নীড়ে ফেরা দোয়েল পাখি
ওরা নীড়ে ফিরল কিনা প্রত্যহ সেই খবর রাখি।
দিনের আলো ফুরিয়ে যেতেই সাঙ্গ হল আবির খেলা
গাঁয়ে শীঘ্র আঁধার নামে পা পা করে যাই একেলা।
বাঁশবাগানের রাস্তা ধরে জোনাক-আলোয় যখন হাঁটি
তখন ওদের বলতে শুনি, 'তোমার প্রেমও ছিল খাঁটি।
© অজিত কুমার কর