ও শেফালি
অজিত কুমার কর
দিনেরবেলা ঘুমায় ওরা জাগে গভীর রাতে
কেউ আগে বা কেউ পরে নয় সকলে একসাথে।
জাগার পরে কী কাজ করে দেখার ইচ্ছা জাগে
উঠোন 'পরে তাইতো বসি রাত্রে আগেভাগে।
কাজে ব্যাঘাত ঘটতে পারে জ্বালাই না তাই আলো
বুকভরে শ্বাস নিতে থাকি তমিস্রা ঝিমকালো।
কী সুমধুর গন্ধ ফুলের মিশছে সমীরণে
শেফালিতে বিভোর তখন মুগ্ধতা নির্জনে।
ওদের সাথে আমিও জাগি পাখির ডাকাডাকি
এবার ওরা পড়বে ঝরে তবুও বসে থাকি।
একটি দুটি পড়ছে ঝরে তলায় দূর্বাঘাসে
ফুলভরাডাল গাছের শোভা শিশুর মতোই হাসে।
কয়েক মুঠো ফুল কুড়িয়ে ফিরে এলাম ঘরে
জানল না কেউ, শিউলি ছাড়া, সবার অগোচরে।
কেন এমন ললাটলিখন বিস্মিত হই ভেবে
এসব প্রশ্ন মনেই থাকে কে বা জবাব দেবে।
© অজিত কুমার কর