ও বিহঙ্গ
অজিত কুমার কর
পাখিরা পেয়েছে ডানা একজোড়া পালকে আচ্ছাদিত
ওদের ভুবন সুনীল আকাশ কেউ জলে সাবলীল
কোন শিল্পীর তুলির আঁচড়ে সর্বদা ঝিলমিল
মাধুরী মিশিয়ে দিয়েছে সাজিয়ে নয় তা অপরিমিত।
কোয়েলের ব্যথা কোয়েলাই বোঝে ডাকলেই দেয় সাড়া
প্রভাত হবার অনেক আগেই ঝাঁকে ঝাঁকে ছাড়ে নীড়
নিয়মের ফাঁদে জড়ানো জীবন বন্ধন সুনিবিড়
ফিরবে কুলায় সন্ধ্যার আগে দৃশ্য নজরকাড়া।
শ্বেত পারাবত শান্তির দূত, মৈত্রীর আহ্বান
রাষ্ট্রনেতার রক্তচক্ষু চরম আগ্রাসন
সাম্যবাদের পাঠ জানা নেই কেন যে ওরা এমন
পাখিদের মতো কেন যে হয় না মানুষ নিষ্ঠাবান।
ফুলের সুবাস পাখির কুজন প্রশান্তি আনে প্রাণে
মেঘ জমলেই ময়ূর নাচবে পেখমের কী বাহার
বিষাদগ্রস্ত মানুষ তখন ভুলে যায় ব্যথা তাঁর
ঘুম ভেঙে যায় অতি প্রত্যুষে কোকিলের কুহুতানে।
কাতর আর্তি চাতক পাখির ওগো মেঘ দাও জল
তুমি কী বোঝো না আমাদের ব্যথা জীবন যে যায় যায়
ঝর ঝর ঝর ঝরলেই বারি ওরা তৃষ্ণা মেটায়
রামধনু রং ডানায় তখন ফিরে পায় মনোবল।
© অজিত কুমার কর