নির্লজ্জ বেহায়া

জায়গা নরম তাই দিস বাঁশ
লোকজন দেখে করে উপহাস।
নির্লজ্জ বেহায়া
পরবি এবার সায়া
ওগরায় থুতু, ঘৃণা একরাশ।



আর কত দিবি বাঁশ

আর কত দিবি বাঁশ
ওকে কি মারতে চাস?
গোবেচারা
চোখে ধারা
ওটা কচি তালশাঁস।

© অজিত কুমার কর