নির্জনতার খোঁজে
অজিত কুমার কর
অরণ্যে যাই নির্জনতার খোঁজে
পাড়ি জমাই গ্রীষ্মে হিমালয়ে
শিলাস্তুপের গায়ে কী সব লেখা
জন্ম থেকে রেখেছে সঞ্চয়ে।
গহিন বনে রবির লুকোচুরি
পায়ের চাপে পাতার শব্দ কানে
বুনোলতার সোহাগী চুম্বনে
ভুলি, আসি আমি কার সন্ধানে।
ডেকে ওঠে নাম না-জানা পাখি
হরিণশিশু ছোটে মায়ের পিছু
ছুটতে ছুটতে দেখে পিছন ফিরে
আশঙ্কা নেই ওর তো কোনোকিছু।
এখন আছি টিলার ওপর বসে
শৃঙ্গ 'পরে দিনের প্রথম আলো
অনন্য এক অনুরণন প্রাণে
সোনারঙে তুষার ঝলমলালো।
আটপৌরে জীবনটা একঘেঁয়ে
ওড়ার জন্য এ মন আঁকুপাঁকু
'দমবন্ধ হয়েই যাবি মরে
জন্মাবধি তুইতো বেশ লড়াকু।
দিন ফুরোলে রাত্রি আসে নেমে
বনের কাছে আত্মসমর্পণে
রাজি আমি, রুপালি জোছনাতে
কোনো কুণ্ঠা জাগে না এ মনে।
© অজিত কুমার কর