নিরাপত্তাহীনতা
অজিত কুমার কর
অপরাধীদের আড়াল করতে কেন এত তৎপর!
জড়িত রয়েছে নিশ্চয় কোনো পদাধিকারীর কেউ
তাই প্রশাসন এবং পুলিশ তত্ত্ব করেছে খাড়া
'আত্মহত্যা করেছে অভয়া', প্রতিবাদে ওঠে ঢেউ।
শুধু দেশে নয় বিদেশেও দেখি জনগণ সোচ্চার
এত বীভৎস ধর্ষণ-খুন যা একার কাজ নয়
ষড়যন্ত্রের কুশীলব যারা সবাই ঘোড়ের মাল
পরিকল্পিত হত্যাকান্ড, নির্মম নির্দয়।
নারীরা কোথাও নিরাপদ নয় চারিদিকে দুশমন
লাঞ্ছিত হয় চেনা পরিসরে হানি হয় সম্ভ্রম
কে বাঁচাবে তাঁর মান ইজ্জত ঘটে যা অকস্মাৎ
আন্দাজ করা খুব মুশকিল সহযোগী নরাধম।
যেই রক্ষক সেই ভক্ষক তাইতো মিথ্যাচার
চিহ্নিত করা নয়কো সহজ চলছে অন্বেষণ
সাফল্য পাক তদন্তকারী আমরা এটাই চাই
স্তিমিত হয়নি এখনও চলছে সমানে আন্দোলন।
শুনানি পর্ব যেই শেষ হবে রায় দেবে আদালত
কার কার হবে যাবজ্জীবন ফাঁসি হবে কার কার
অস্থিরতায় কাটছে প্রহর সংবেদী মানুষের
একটা প্রশ্ন বিদেহী অভয়া পাবে না কি সুবিচার?
© অজিত কুমার কর