নির্যাতীতার আর্তনাদ
অজিত কুমার কর
এক লহমায় জীবনপ্রদীপ নিভে গেল চিরতরে
তা তো নয় অগোচরে
ধর্ষকদের বিষ-নিশ্বাসে এই অঘটন ঘটে
হিতাকাঙ্খীরা ছিল না সন্নিকটে।
এভাবে আমার মৃত্যু ঘটবে ভাবিনি কখনও আগে
মানুষের সেবা করি প্রত্যহ সুগভীর অনুরাগে।
বঞ্চিত হল দেশের মানুষ বেড়ে গেল দুর্গতি
অপূরণীয় এ ক্ষতি
আমার স্বপ্ন পূরণ হল না ধুলাতে লুটালো যারা
লোমহর্ষক শাস্তি পাবে কি তারা?
কবি বলেছেন, 'বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে'
পড়বে কি ধরা সব দুষ্কৃতি তোমাদের পাতা ফাঁদে?
বিশাল চক্র রয়েছে পিছনে ওস্তাদ দিতে ধোঁকা
কালীঘাটে দেয় টোকা
রাঘব বোয়াল বড় কৌশলী সাগরেদ আছে কত
চোখের আড়ালে কুকাজে সবাই রত।
আবালবৃদ্ধবনিতা শামিল আজ বহুদিন বাদে
একটি শ্লোগান 'সুবিচার চাই' সোচ্চার প্রতিবাদে।
তদন্তভার যাদের ওপর চেষ্টা করছে তারা
মা-বাবার চোখে ধারা
মিছিলে শামিল হতে আগ্রহী ডাক দিলে পা মিলাবে
গুনছে প্রহর কবে সুবিচার পাবে।
লাঞ্ছিত যেন না হয় রমণী আর আমাদের দেশে
কী রায় দেবেন সুপ্রীম কোর্ট সব শুনানীর শেষে?
© অজিত কুমার কর