নেমেছে বিপর্যয়
অজিত কুমার কর
এত অপমান করেও তোমার রয়ে গেল অভিমান
আয়ুধে দিচ্ছ শান
তবে কি আমার বিনাশ চাইছ জমে আছে এত রোষ
সচেতনভাবে করছো এসব তাই বড় আপশোশ।
কেউ যদি ভাবে সে খুব বিজ্ঞ করবে বিষম ভুল
গুনবেই সে মাশুল
নিজেকে যদি না শোধরাতে পারো সকরুণ পরিণাম
মানুষ হিসেবে এ ধরার বুকে রইবে না কোনো দাম।
পারস্পরিক সমঝোতা চাই নইলে টিকে না ঘর
ভেঙে যায় সত্বর
কিশোরপ্রেমের এই পরিণতি হয়ে গেল চুরমার
কাচ ভেঙে গেলে মলম লাগিয়ে জোড়া তো যায় না আর।
মুক্তির স্বাদ বড়ই মধুর বুক ভরে প্রশ্বাস
প্রকৃতির আশ্বাস
মাত্র কদিন খাঁচায় বন্দি যন্ত্রণা দুঃসহ
স্বাধীন স্বত্বা গুমরে মরেছে খিটিমিটি অহরহ।
কোনো দায়ভার আর ঘাড়ে নাই সত্যি কি এটা চাই
এ মনের সায় নাই
তবু নিরুপায় এগোই পিছোই মন বড় অস্থির
এক ঘূর্ণিতে আমার জীবন ভেঙেচুরে চৌচির।
© অজিত কুমার কর