নেই ঠিকানার আমি
অজিত কুমার কর
একটা ঠিকানা ছিল একদিন
সহসা নিয়েছে কেড়ে
এক সন্ধ্যায় যেদিন আমায়
জননী গিয়েছে ছেড়ে।
ঠিকানাবিহীন আমি যেন আজ
এক পরিযায়ী পাখি
যখন যেখানে আঁধার ঘনায়
আকাশের নীচে থাকি।
ঠিকানা থাকার কী বা প্রয়োজন
কেউ তো লেখে না চিঠি
মনের কথা তো বাতাসে ভাসাই
নেই তাই খিটিমিটি।
প্রকৃতি জোগায় আলো আর জল
গাছ দেয় প্রাণবায়ু
হিসেব করিনি বাকি আছে আর
কতটুকু পরমায়ু।
কোনও অভিযোগ কারও কাছে নেই
প্রকৃতিকে ভালোবাসি
চরম দুখেও হই না কাতর
বজায় রেখেছি হাসি।
পাহাড়ে চড়েছি নেমেছি সাগরে
পেরিয়েছি নদনদী
সব জায়গায় আমি সাবলীল
বিন্দাস নিরবধি।
© অজিত কুমার কর