নাই শুধু নাই
অজিত কুমার কর
মুখে শুধু নাই শুধু নাই, বল আর কী চাই
লুটার পরে ভরছ গোলায় তবুও বলছ নাই।
অশান্তি তাই যায়নি ছেড়ে
ঘর বেঁধেছে খুঁটি গেড়ে
সব সঞ্চয় রইবে পড়ে উড়বে যখন ছাই।
যা প্রয়োজন সেইটুকু নাও থেকো না হাত পেতে
বুভুক্ষাতে মরছে মানুষ দাওনা কিছুই খেতে।
গোলাভরা রসদ তবু বড্ড বেশি খাঁই।
কত অনাথ কত দুঃখী
করতে পারি ওদের সুখী
এসোনা ভাই প্রীতিপূর্ণ একটু হাত বাড়াই।
© অজিত কুমার কর