নদীর সাথে প্রেম
অজিত কুমার কর
নদীর সাথে আশৈশব প্রেম
দুখে যেমন সুখেও থাকি পাশে
কংসাবতী তোমায় ভালোবাসি
ব্যস্ত থাকি সারাবছর চাষে।
সাঁতারকাটা শিখেছি ওর বুকে
দু'চার ঢোক জল গিলেছি কত
হাল ছাড়িনি কক্ষনো তো আমি
হাঁটু জলেই চেষ্টা অবিরত।
বর্ষাকালে যখন ভরা নদী
ঘূর্ণি ঘোরে স্রোতে প্রবল টান
পাড় উপচে ঢুকত মাঠে জল
প্রাণ হারাত ক্ষেতের কচি ধান।
কোথায় যাব রাস্তা জলে ভরা
কলাভেলায় তখন যাতায়াত
খুদ খেয়েছি পেট ভরেনি তাতে
কষ্ট দেখে বাবার গালে হাত।
একবার বা দুবার, তা তো নয়
এই ঘটনা ঘটত ফিবছর
দিন কেটেছে বেঁচেবর্তে আছি
ডোবেনি সেই মাটির খোড়ো ঘর।
দুর্দশার হয়নি নিরসন
বন্যা এলে এখনো বাঁধ ভাঙে
কৃষক যারা জোগায় পেটে ভাত
মরুক তাঁরা ডুবেই ভরা গাঙে।
©। অজিত কুমার কর