না জানিয়ে এলে
অজিত কুমার কর
প্রতীক্ষা বিফলে গেছে ফুরোল বসন্ত
ভয়ংকর দাবদাহে চিতা বহ্নিমান
আশঙ্কা বেড়েই চলে সঙ্গী অস্থিরতা
দাপুটে বৈশাখ-জ্যৈষ্ঠে ওষ্ঠাগত প্রাণ।
করে দেবে লন্ডভন্ড একা ঘূর্ণিঝড়
দেখিয়ো না দুঃসাহস আছে পূর্বাভাস
ধরণি শীতল হবে হলে বৃষ্টিপাত
বিলম্ব হবে না আর আমার বিশ্বাস।
না জানিয়ে তবু এলে কেন যে একাকী
বিপদ আসে না বলে আসে অকস্মাৎ
অঙ্গরাগ সাজসজ্জা যেত সব ভিজে
আনত নয়নে হতে লজ্জিত নির্ঘাত।
সঞ্চয়িতাতেই চোখ বাতাসে কিঙ্কিণি
এগিয়ে যেতাম আমি জানাতে স্বাগত
স্বর্গ হতে নেমে এল এ কোন উর্বশী
আমি দীন গৃহস্বামী তুমি অভ্যাগত।
© অজিত কুমার কর