মুক্তির স্বাদ
অজিত কুমার
জমে পাহাড় গ্লানি
তাই পাখিকে মুক্তি দিলাম
এ সিদ্ধান্ত আজই নিলাম
স্বাধীনতার স্বাদটা কেমন জানি।
হারিয়ে গেল নীলে
আমার খাঁচা শূন্য এখন
তৃপ্ত হল আমার এ মন
চাই না ফিরুক আবার এ মঞ্জিলে।
ক্ষুদিরাম আর চাকি
শৃঙ্খলিত ভারতমাতা
যুবশক্তিই মায়ের ত্রাতা
রইবে নীরব হয় কখনও তা কি।
মর্মস্পর্শী ছবি
অপরিসীম অত্যাচারে
জর্জরিত বারেবারে
ভারতমাতার অজস্র বিপ্লবী।
ব্রিটিশ হিংস্র জাতি
নির্মমতা লাগামছাড়া
সংগ্রামীদের দিত নাড়া
এগিয়ে গেল ফুলিয়ে ওরা ছাতি।
এল স্বাধীনতা
খুব সহজে মেলেনি তা
দাউ দাউ দাউ অনেক চিতা
মার হৃদয়ে তবুও গভীর ব্যথা।
© অজিত কুমার কর