মুখোশের আড়ালে
দিবসে ভদ্রবেশ রাত্রিতে পাকা চোর
তিন ম'য়ে অনুরাগ এক বদ নেশাখোর।
লুট করে সম্ভ্রম
কোনোটাতে নয় কম
অনেক তকমা লেজে ক্রিমিনাল হার্ডকোর।
জামাইষষ্ঠী
কন্যাসংখ্যা যত হবে জামাইসংখ্যা তত
দুটো মিলে একুনে হয় দুহাজার পাঁচ শত।
তিনশোতলা বাড়ি হীরার
বউয়ের সংখ্যা বলছি না আর
রান্নাবান্না করল তারাই, পালন করছে ব্রত।
© অজিত কুমার কর