লিমেরিক : মুখোশ যেদিন পড়বে খসে
পশুর স্বভাব বোঝা সহজ মানুষেরটা নয়
অসৎ এটাই কাজে লাগায় মানুষকে তাই ভয়।
মুখোশ যেদিন পড়বে খসে
কাটবে সময় জেলেই বসে
সময় লাগে, পরিশেষে সত্যের হয় জয়।
লিমেরিক : অকালমৃত্যু
পেটে জমা দুসিসি গ্যাস ফুলে ফেঁপে গ্যাসবেলুন
ঘন্টাদেড়েক বাইরে ছিল দাবদাহই করল খুন।
ফেটে যেতেই পড়ল নিচে
মাঝধরিয়ায় নয়কো বীচে
আগে একবার ঘটেছিল এই ঘটনা নয় নতুন।
© অজিত কুমার কর