মুগ্ধ মেঘমল্লারে
অজিত কুমার কর

কাজ না করলে জুটবে না ভাত
এটাই লেখা কপালে
কাজের চাপেই শ্রান্ত-ক্লান্ত
ঘুম ভাঙে না সকালে।

কী জানি কী জাদু আছে
বাঁশির মেঘমল্লারে
মোরগ ডাকার অনেক আগেই
জাগিয়ে দিল আমারে।

এদিকে-ওদিক তাকাই আমি
খুলে ঘরের জানালা
কোথায়, কোথায় বংশীবাদক
ও কী তবে কানকালা!

কদমগাছে দুইটি কোকিল
গান ধরেছে কোয়েলা
শেষ প্রহরে জলসা গানের
ভোর হলেই তো একেলা।

সঞ্জীবনী মেঘমল্লার
আমায় দিল ভরিয়ে
মেঘবালাও বৃষ্টি দিল
অঝোর ধারায় ঝরিয়ে।

© অজিত কুমার কর