মৃত্যুর সাথে মিতালি আমার
অজিত কুমার কর
মৃত্যুর সাথে মিতালি আমার জীবনের সাথে নয়
দুঃখ কষ্টে ভর্তি জীবন কানামাছি খেলে সুখ
প্রতি পলে পলে কত ঝঞ্ঝাট হয়ে গেলে ভুলচুক
এগিয়ে যাবার সাহস পাই না কে বা দেবে বরাভয়।
মৃত্যু মানেই শুধু নিরবতা স্বস্তির নিশ্বাস
অপার শান্তি কায়াহীন ছায়া অখন্ড অবসর
ছায়াপথ ধরে শুধু বিচরণ প্রয়োজন নেই ঘর
তারকার বুকে মেলে আশ্রয় অনন্ত উপবাস।
কোনো তাড়া নেই ভাসছি আকাশে দূর মোটে নয় দূর
হাতের নাগালে কতশত তারা কী ভীষণ উজ্জ্বল
পৃথিবীর মতো অসীম শূন্যে কোথাও তো নেই জল
কিন্ত এখানে ঠিক শুনি আমি কালার বাঁশির সুর।
পুনর্জন্ম চাইছি না আমি মহাকাশ মনোরম
ঈর্ষা-হিংসা-প্রতিঘাত নেই বীণা-তারে ঝংকার
মৃত্যুর পর কায়া পুড়ে ছাই হয়ে যায় নিরাকার
আত্মা তো জানি অবিনশ্বর তাই দূরে রয় যম।
© অজিত কুমার কর