মৃণ্ময়ী না চিন্ময়ী
অজিত কুমার কর
সাজাব তোমারে আজ
কামিনী বকুল ফুলে
উঠেছি সকালে তাই
এনেছি অনেক তুলে।
গেঁথেছি একটি মালা
জান কি কী ফুল দিয়ে
পরালেই জেনে যাবে
ভেবো না ওসব নিয়ে।
আষাঢ়ে কদম কেয়া
বাতাসে ছড়ায় গন্ধ
যায় প্রশ্বাসে ভিতরে
না হলে দু'নাক বন্ধ।
মৃণ্ময়ী না কি চিন্ময়ী
সর্বদা উত্তর খুঁজি
পাথরে কি প্রাণ আছে?
না জেনে তোমায় পূজি।
© অজিত কুমার কর