মৌসুমীতে মুখোমুখি
অজিত কুমার কর

একা একা কাটিয়ে দিলাম কাল গুনে
মুখোমুখি হওয়ার ইচ্ছে ফাল্গুনে।
কোথায় গেলে পাব দেখা নেই জানা
তাই অনুরোধ জানাও শীঘ্র ঠিকানা।

এসে গেছে আকাঙ্ক্ষিত বসন্ত
শিমুলফুলের মতোই রাঙা দিগন্ত।
ফুরুফুরু বইছে বাতাস মৌসুমী
ভাবছি শুধু কবে দেখা দাও তুমি।

এখনও শীত করছে বিরাজ বাংলাতে
তবে কম্বল লাগছে না শীত আটকাতে।
আদর্শ স্থান কংসাবতী নদীর চর
বালির ওপর পাতা আছে লাল চাদর।

চোদ্দো তারিখ ঠিক ছটাতে আসছ ত
কথা রাখার চেষ্টা করো অন্তত।
চরের ওপর দেখবে শুধু লাল পলাশ
শাখায়-শাখায় দিচ্ছে চুমু নীল আকাশ।

কতদিন পর মুখোমুখি হলাম আজ
তোমায় দেখে দুটো কোকিল বেশ দরাজ
দিনের শেষে আকাশটাও দারুণ লাল
স্মরণীয় হয়ে রইল এই বিকাল।

© অজিত কুমার কর