মিথ্যা প্রতিশ্রুতি
অজিত কুমার কর
দিন ঘোষণা হয়ে গেলেই প্রতিশ্রুতির বান লাগে
বেরিয়ে পড়ে প্রার্থীরা সব, বাড়ি বাড়ি ভোট মাগে।
পাকা রাস্তা নতুন বাড়ি
শৌচাগারও তাড়াতাড়ি
সবই হবে জিতে গেলে দেবে সরকার যা লাগে
এই এলাকায় প্রার্থী আমিই নিবাস আমার গোলবাগে।
মন ভোলাতে বিলায় টাকা আঁধার রাতে গোপনে
আরও কত উপঢৌকন জেতার জন্য ভোট-রণে।
কত গরিব পেট চলে না
কিছু দিলে না বলে না
কাকে ভোটটা দেবে এবার ছকে রাখে সব মনে
পরামর্শ চলতে থাকে ঘরের ভিতর নির্জনে।
যারা এখন ক্ষমতাসীন প্রতিশ্রুতি রাখল না
ঝুপড়ি ঘরে থাকে ছ'জন তবুও বাড়ি মিলল না।
গালমন্দ যায় না করা
চর রয়েছে পড়বে ধরা
মনের কথা মনেই থাকে কার প্রয়োজন বুঝল না
মন্দকপাল হলেও ওরা নেতার কথায় ভুলল না।
এবার গদি উলটে যাবে এই সরকার ধান্দাবাজ
আপন স্বার্থ দেখল শুধু করল না তো কিছুই কাজ।
ফল বেরোলে বুঝে যাবে
উচিত শিক্ষা তখন পাবে
লুটেপুটে খেল যারা তাদের শিরে পড়ুক বাজ
ভোটার জানে আল্লাহ জানে কাকে ভোটটা দিল আজ।
অজিত কুমার কর