মিলবে না বেল
গলাবাজি যতই করো হবেই হবে এবার জেল
পুকুরচুরির নথি হাতে এবার খতম তোমার খেল।
রেখেছিলে বেনামে সব
পাঁচ বছরে এত বৈভব
যেসব ধারায় কেস রয়েছে মিলবে না হে আদৌ বেল।
গগনভেদী চিৎকার
চোর নিশ্চুপ, কিন্তু মায়ের গগনভেদী কী চিৎকার
তাতে কী দোষ চাপা পড়ে চলছে কোর্টে তার বিচার।
ইঁদুর পিষ্ঠ জাঁতাকলে
হম্বিতম্বি যায় বিফলে
বিচারের রায় যাবজ্জীবন কিছুই করার নেইকো আর।
© অজিত কুমার কর