মেঘ পরিরা মরমি বেশ
অজিত কুমার কর

'মেঘপরিরা মরমি নয়', এই কথাটি মানতে নারাজ
ডাক দিলে ঠিক থমকে দাঁড়ায় দৃষ্টিগোচর মোহিনী সাজ।
খুশি হয়ে ঝরায় তখন ধরার বুকে বৃষ্টিফোঁটা
এবার তবে ডালে ডালে হবে শুরু কদম-ফোটা।

দিঘির বুকে পদ্ম পাতায় মুক্তাদানা রইবে ভেসে
আলোর স্পর্শে ঝিকিরমিকির ফেলবে জলে বাতাস এসে।
নেইকো ব্যাঙের নড়নচড়ন রইবে বসে পদ্মপাতায়
লুটে নেবে দারুন মজা ঝিরিঝিরি বৃষ্টিধারায় ।

পেট ফুলিয়ে ডাকবে জোরে একা তো নয় দোসর পাশে
প্রবল বৃষ্টি নামবে এবার মেঘ জমেছে বেশ আকাশে।
দুভাইবোন যাবে যখন কদিন পরে মাসির বাড়ি
ঝরিও না বৃষ্টি সেদিন ঝরাও যদি সঙ্গে আড়ি।

রাধারানি প্রতিবছর ফুলের মালা বিক্রি করে
অন্ধকারে পথ হারালে কেমন করে ফিরবে ঘরে?
মুহুর্মুহু বিজলী চমক ঘন ঘন বজ্রপতন
ও মেঘপরি বোঝো তুমি ব্যাকুল হবে কিশোরী মন।

তোমার সুনাম নষ্ট হলে আমি খুবই কষ্ট পাব
আজ তোমাকে রাখছি বলে আমিও যে মেলায় যাব।
নামল বৃষ্টি হাসির ঝিলিক আজই হলো আষাঢ় শুরু
উঠোন 'পরে পড়ছে ঝরে কামিনী ফুল ঝুরুঝুরু।

© অজিত কুমার কর