মায়ের উপস্থিতি
অজিত কুমার কর
সকল কাজে উৎসাহ পাই
মা যদি রয় তখন পাশে
সমাধানের সহজ সূত্র
অবলীলায় চলে আসে।
জটিল কঠিন অঙ্কগুলো
অনায়াসেই করতে পারি
মা যেন না উঠতে পারে
আঁচল চেপে নিষেধ জারি।
দুপুরবেলা কী খাবি বল
মা যদি না রান্না চড়ায়
অভুক্ত যে আমিও র'ব
এগারোটা বাজল রে প্রায়।
আটকাব না আর বেশিক্ষণ
আধঘন্টা পর ছাড়া পাবে
ইংরেজিটা ধরছি এখন
না রইলে যে আটকে যাবে।
দুধ দিয়ে ভাত খেয়ে নেব
কেবল আলু সেদ্ধ ক'রো
বানানগুলো খটোমটো
একটু পরে পড়া ধরো।
অবশেষে ছাড়া পেয়ে
মা চলে যায় রান্নাঘরে
যাবার আগে চুমা দিয়ে
ভরিয়ে দিল মা আদরে।
© অজিত কুমার কর