মাতৃভাষা বাংলা
অজিত কুমার কর
লড়াই ছিল ভাষার জন্য
তবুও মৃত্যুদন্ড এমনই পাষণ্ড
তরতাজা প্রাণ কেড়ে নিয়ে
ভাবলি হল পণ্ড।
জানিস না তো বাঙালির জিদ
ছাইচাপা স্ফুলিঙ্গ জয় করেছে শৃঙ্গ
শুনিসনি কি কেমন ছিলেন
ঋষি ঋষ্যশৃঙ্গ?
জননীদের অশ্রুজলের
দিতেই হবে মুল্য ধরাতে অতুল্য
ফিরিয়ে দেব হৃতগৌরব
হলেও তা দুর্মূল্য।
মেঘ কি পারে কেড়ে নিতে
প্রভাকরের শক্তি প্রবল অনুরক্তি
বাঙালিরা দেখিয়ে দিল
কেমন মাতৃভক্তি।
বাংলা আমার মাতৃভাষা
জন্মভূমি বঙ্গ ষড়ঋতুর রঙ্গ
রং ছড়াল শিমুল-পলাশ
বাজে জলতরঙ্গ।
© অজিত কুমার কর