মাতৃভাষা
অজিত কুমার কর

কোন ভাষাতে মানুষ সাবলীল
মাতৃভাষা ভিন্ন কিছু নয়
কাড়তে যদি অস্ত্র-হাতে আসে
তখন চুপ র'বে না নিশ্চয়।

দুর্ঘটনা যেদিন ঘটেছিল
ভাবেনি কেউ হারাতে হবে প্রাণ
চলল গুলি বিনা প্ররোচনায়
অস্ত্রবলে শাসক বলীয়ান।

মুখের ভাষা বাংলা বাঙালির
ছিনিয়ে নেবে এত দুঃসাহস!
জীবন দিয়ে তীব্র প্রতিবাদ
দেখে একুশ ফেব্রুয়ারি মাস।

সুপ্ত ছিল কদিন রোষানল
বহিঃপ্রকাশ হল একাত্তরে
স্বমহিমায় প্রিয় বাংলাভাষা
কী উল্লাস দেশে দেশান্তরে।

© অজিত কুমার কর