মাঠজুড়ে সোনালি ধান
অজিত কুমার কর
যা রে ভাই কাস্তেটা আন
মাঠজুড়ে সোনালি ধান বাঁচাবে প্রাণ
কেটে, ঝেড়ে আনব ঘরে,
শুভকাজ, বিলম্ব নয়
ঘূর্ণিঝড় বৃষ্টিকে ভয় নষ্ট না হয়
তাই আজই চল নয় রে পরে।
কাটি ধান আনন্দে বেশ
জানি না ক'দিনে শেষ হিসেবনিকেশ
চলতে থাকে মনে মনে,
এদিকে দুপুর গড়ায়
'খাবিনা, মা ডাকে আয়', কী করা যায়
ফিরি দুজন নিকেতনে।
এবারে ফলন ভালো
চোখে মা'র খুশির আলো মন ভরালো
পরিচর্যা কম করিনি,
সময়ে ঘাস মেরেছি
সুষম সার দিয়েছি ফল পেয়েছি
হাতেনাতে, সহায় তিনি।
'এই শীতে দেব বিয়ে
নিয়েছি ঘর গুছিয়ে আনব গিয়ে
একজোড়া বউ একই দিনে,
শুনব না ট্যাঁ-ফোঁ তোদের
শুনেছি এর আগে ঢের করিস না ফের
শুভ লগন মাঘের তিনে'।
© অজিত কুমার কর