মাথার ওপর নীল চাঁদোয়া
মিষ্টিকথার ফুলঝুরি ওর প্রিয়দর্শন রোমিও
কী ভয়ানক ব্যক্তি যে সে চিত্তে বিষের থলিও।
ফেলে অবলীলায় ফাঁদে
আটকে পড়ে বগা কাঁদে
প্রিয়তি টের পায়নি আগে, 'এ কী ব্রুটাস তুমিও!'
রণচণ্ডী
বউয়ের মূর্তি রণচন্ডী মারলো ছুঁড়ে বেলন যেই
লক্ষ্যভ্রষ্ট হয়নি সেটা লাগল বরের মস্তকেই।
গল গল গল রক্ত ঝরে
গালিগালাজ তীক্ষ্ণ স্বরে
খুন্তি ছ্যাঁকা দিতেই কত্তা ছুটে পালায় পলকেই।
© অজিত কুমার কর