মাথায় মারল ঢিল
রাস্তা দিয়ে হাঁটা বিপদ পড়লো শিরে ঢিল
চিল বলে, 'ঢিল নয় রে খোকা পড়ল মস্ত শিল'।
বেলতলা নয় তালতলা নয়
আঘাতের তাই ছিল না ভয়
তবুও আমায় খেতে হল জোরসে এমন কিল!
চোর পড়েছে ধরা
যখন যে দল ক্ষমতাসীন তারাই মেরে ফাঁক করে
তারাই দন্ডমুণ্ডের কর্তা তাদের চুরি কে ধরে।
তক্কে তক্কে ছিল তো বাঘ
পার পেল না এবারে ছাগ
এখন চোরের কাটছে সময় অষ্টপ্রহর শ্রীঘরে।
© অজিত কুমার কর