মাষ্টারদা তোমায় প্রণাম
অজিত কুমার কর

মৃত্যুর ক্ষণ জানে না কখন
মানুষ ব্যস্ত গোছাতে আখের
কেউ কেউ জানে ওই দিনক্ষণ
মৃত্যুদণ্ড হয়েছে যাদের।

শ্বাস-প্রশ্বাস স্বাভাবিক তাঁর
সেলের ভিতর গুনছে প্রহর
ভেঙে দিল দাঁত তুলে নিল নখ
গোরা ইংরাজ এত বর্বর!

দাঁড়াবার মতো শক্তি ছিল না
প্রাণপাখি শুধু দেয়নি উড়াল
ফাঁসির দড়িটা লাগালো গলায়
সাগরের জল রক্তেই লাল।

নির্মমতার নিদারুণ ছবি
মন-আয়নায় ভাসে বারবার
অজান্তে ঝরে দুফোঁটা অশ্রু
সূর্য তোমায় প্রণতি আমার।

© অজিত কুমার কর