মানুষ চায়নি এই স্বাধীনতা
অজিত কুমার কর

দেশ আমাদের শাসন করছে ভিনদেশি লোকজন
এটার অর্থ দেশ পরাধীন তাই এত নিপীড়ন।
বিচারের নামে চলে প্রহসন দন্ড মৃত্যু, ফাঁসি
এভাবেই ওরা কেড়ে নিতে চায় ভারতমাতার হাসি।

সিরাজ-শোনিতে লাল হয়েছিল পলাশীর প্রান্তর
ভারতে কায়েম বিদেশি শাসন চলল দুশো বছর।
কত ভারতীয় রয়েছে দালাল চরম সুবিধাবাদী
বিলম্ব হল তাই এতকাল ওরা বড় অপরাধী।

দানা বেঁধে ওঠে ভারতবর্ষে স্বদেশি আন্দোলন
গোপন খবর ফাঁস করে দিত স্বদেশের দুশমন।
শান্তির বাণী আউড়ে গেলেই মিলবে না স্বাধীনতা
স্বাধীনতা পেতে ঝরবে রক্ত নেতাজির সার কথা।

শহিদ হয়েছে হাজার হাজার হিসেব মেলানো ভার
ক্ষুদিরাম বোস-প্রফুল্ল চাকী কত বা বলবো আর।
বিনয়-বাদল-দীনেশ-সূর্য-প্রীতিলতা-গোপীনাথ
এই দেশ হতে বদ ইংরেজ কবে হবে উৎখাত।

স্বাধীনতা এল মধ্যরাত্রে দেশ হলো বিভাজিত
ভিত্তি ধর্ম, এখানেই হল শুভবোধ পরাজিত।
পরিচয় শুধু আমরা মানুষ হিন্দু-মুসলমান
এই বিভাজন হটাতে জানাই মিলনের আহ্বান।

© অজিত কুমার কর