মাংসাশী বৈরাগী
ভোলানাথ বৈরাগী পেটুকের ওস্তাদ
লুকিয়ে মাংস খায় কিছুই দেয় না বাদ।
বোষ্টুমী সাথে আছে
লোকে জেনে যায় পাছে
রাতের আঁধারে খায় চাপা পড়ে অপরাধ।
পুষির কান্ড
রোদ পোহাতে বসি আমি ওই চেয়ারে
দখল করলি শীত সকালে কোন বিচারে।
দেখেও যেন না-দেখার ভান
বসছি নীচে তোর বেশি মান!
এগিয়ে আছিস সবদিকে তুই ধারে ভারে।
© অজিত কুমার কর