আর্তজনের কান্না ঝরে
            বাসস্থানে আগুন
মানুষ যেন মানুষই নয়
            নির্বিচারে খুন।
অতিষ্ট সন্ত্রাসে
        প্রাণ বাঁচাতে ভিন মুলুকে
                  নয়নজলে ভাসে।

কত আশায় আলোক দেখা
           স্বপ্ন জলাঞ্জলি
সব হারিয়ে আজ বিভুঁইয়ে
           ফুল বিহনে  অলি।
মাথার ওপর শরৎ-আকাশ
        কাজল মেঘে ঢাকা
পাহাড়-ঘেরা বন জঙ্গল
              বড্ড বেশি ফাঁকা।

সাধারণের
        দুঃখ কেবা বোঝে
অস্ত্র হাতে ভয় দেখিয়ে
        কাদের শান্তি খোঁজে?
কদর্য রূপ ফুটে ওঠে
                নিজেরই দর্পণে
হচ্ছে না কি ওদের হৃদয়
                     দগ্ধ ক্ষণে ক্ষণে?

কেমন করে বদলে গেল
      ভাবতে অবাক লাগে
জবাবদিহি করতে হবে
              এই প্রতীতি জাগে।