মলিন বসন্ত
অজিত কুমার কর
পলাশ-শিমুল যেই ফুটেছে পত্রবিহীন ডালে
মৌমাছিরা বুঝতে পেরে হাজির সাতসকালে।
এমন গাঢ় রঙের প্লাবন তুফান তোলে মনে
ইশারাতে ডাকল আমায়, 'আয় চলে ফুলবনে'।
কত পাখির আনাগোনা সারাটাদিন ধরে
ঝরে পড়ে তখন যে ফুল কুড়োই এক এক করে।
নতুন পাতায় আলোর নাচন রঙের ঝিকিমিকি
ওসব দেখে প্রেমের আগুন জ্বলছে ধিকিধিকি।
কোকিল যখন ডেকে ওঠে কোকিলা দেয় সাড়া
সময় যেন কাটে না আর প্রিয়ার সঙ্গ ছাড়া।
ফাগুন এলেই মনবিহঙ্গ পাখনা মেলে ওড়ে
কোথায় যেন যাই হারিয়ে দখিন বায়ুর তোড়ে।
হঠাৎ রবি হারিয়ে গেল দেয় না উঁকিঝুঁকি
হঠাৎ জোরে বজ্রপতন আলোর আঁকিবুকি।
তাহলে কী কেটেই যাবে বিকেল একা একা
অশ্রুজলে মলিন হবে প্রিয়ার কাজলরেখা।
© অজিত কুমার কর