মহাপ্রলয় আসন্ন
অজিত কুমার কর
অকুতোভয় অগ্নিকন্যা এখন স্বৈরাচারী
দুর্নীতিতে জড়িয়ে গেছে সব পদাধিকারী।
বিদায়ঘন্টা বেজে গেছে যেতেই হবে চলে
ভাবমূর্তি নষ্ট করে দোষের ভাগী হলে।
পরিত্রাতা রূপে এসে হলে স্বার্থান্বেষী
কত স্তাবক জুটল এসে অযোগ্যরাই বেশি।
মাসোহারায় তুষ্ট স্তাবক ডাকলে চলে আসে
ভুল বললেও হাততালি দেয় মুচকি মুচকি হাসে।
সংবেদনশীল সত্তাটাকে মারলে গলা টিপে
সলতে ছাড়া নিখোঁজ আলো তেল দিলে প্রদীপে।
ওই সুনামি আসছে ধেয়ে এবার কোথায় যাবে
তোমার ধ্বংস অনিবার্য মানুষ স্বস্তি পাবে।
মহাকালের এটাই নিয়ম নিকেশ করে পাপী
পাপের ষোলোকলা পূর্ণ তবুও দাপাদাপি!
উঠবে আবার নতুন সূর্য শান্তি ফিরবে দেশে
মিলবে তখন আকাঙ্ক্ষিত স্বস্তি পরিশেষে।
© অজিত কুমার কর