মা দুগ্গা এসো না আর
ও মা উমা এসো না আর কষ্ট করে এ বঙ্গে
জ্যান্ত দুগ্গা-গণেশ-কেতো নাচে রঙ্গে বিভঙ্গে।
আঁচ পাওনি গত পূজায়
নৈবেদ্যেই উদর ভরায়
আমজনতা অন্ধ-বধির হাই ডেসিবেল তরঙ্গে।
নাটের গুরু আড়ালে
নাটের গুরু পিছনে রয় আড়ালে আবডালে
আসল ষড়যন্ত্রী ওরা সুপটু কূট চালে।
যোগসাজশে চলছে যাতে
হদিস না পায় দিবস রাতে
বুক ফুলিয়ে ঘুরছে পথে তালি বাজায় তালে।
© অজিত কুমার কর