মা আছে যার সাথে
অজিত কুমার কর
মা আছে যার সাথে
বিঘ্নকে জয় করবে সে তো
সহজ সমীকরণ এ তো
পারবে না আটকাতে।
মা আছে যার সাথে
সর্বদা সে অকুতোভয়
দুরূহ কাজ সহজে হয়
না ভাসায় ঝঞ্ঝাতে।
মা আছে যার সাথে
অফুরন্ত শক্তি সে পায়
বীরদর্পে এগিয়ে যায়
জড়ায় না সংঘাতে।
© অজিত কুমার কর