লুটেপুটে ঝুলিয়ে দিল

কতটা জল দুধে আছে বুঝতে পারে হাঁস
মানুষ চেনা কঠিন ব্যাপার কখন কে দেয় বাঁশ।
মিষ্টি মিষ্টি কথা বলে
কু-মতলব তলে তলে
লুটেপুটে ঝুলিয়ে দিল লাগিয়ে গলায় ফাঁস।



মিছিরির ছুরি

স্ফটিক মানে মিছিরি নয় দাঁত ভাঙে নির্ঘাত
দুষ্টু লোকের কথার প্যাঁচে বকুল কুপোকাত।
ছল করে সে ডাকল কাছে
ওই দোকানে বেলুন আছে
বকুল কোথায় হারিয়ে গেল মায়ের অশ্রুপাত।

© অজিত কুমার কর