লোভ

সুগার তিনশো তবুও রোজ লুকিয়ে খায় মিষ্টি
ঘরে বাইরে গিন্নিটি তার রাখে তীক্ষ্ণ দৃষ্টি।
স্নানের ঘরে যেমনি ঢোকে
ক্ষণপ্রভার ঝিলিক চোখে
ফ্রিজটা খুলে খায় গপগপ দেখলে পাথর বৃষ্টি!



কর্মশালা

ঘুমে ঝিমলি আলুথালু বৃথা গেল আমার শ্রম
স্বপ্ন দেখে পোষা কুকুর উলটো-পালটা বকছে ভ্রম।
কীভাবে চোর ধরতে হবে
ঘুমোস যদি শিখবি কবে?
আবার শুরু করতে হলো কর্মশালার পাঠক্রম।

© অজিত কুমার কর