লোভের ফাঁদ
অজিত কুমার কর
আপন-স্বার্থ কায়েম করতে দাঁড়ায় নির্বাচনে
অর্থের লোভ, ক্ষমতার লোভ কোনোটাই নয় কম
জেতার পরেই শুরু হয়ে যায় লাগাতার তদ্বির
মন্ত্রী হলেই স্রোতস্বিনীর মতোই অর্থাগম।
একটুআধটু সকলের থাকে ওদের অন্তহীন
যে কোনও কাজেই কাটমানি চাই না দিলে হবে না কাজ
আপন কবর অজান্তে খোঁড়ে পরিণতি কারাবাস
খাদ্যমন্ত্রী-শিক্ষামন্ত্রী কোথায় রয়েছে আজ!
জনতার ভোটে বিজয়ী নেতারা ভোলে জনতার কথা
নির্বাচনের পূর্বে ও পরে বিপরীত ব্যবহার
চিনেও চেনে না তাকাবে না ফিরে ছুটে যায় কনভয়
হতাশায় মন বিপর্যস্ত ধরনা হাজার বার।
আলোর অভাবে চতুর্দিকেই নিকষ অন্ধকার
লোভের জন্য যত ভোগান্তি কবে হবে নিরসন
সুদিনের আশা দূর পরাহত দানা বাঁধে বিক্ষোভ
একদিন ঠিক হঠাৎ হবেই অগ্নি উদগীরণ।
সমাজের হিতে যদি না মানুষ লোভ করে পরিহার
পরিকল্পনা হবে ভণ্ডুল রসাতলে যাবে দেশ
কালের গর্ভে তলাবে সবাই নেইকো পরিত্রাণ
রক্ষা করার রইবে না কেউ অযথা হাপিত্যেশ।
© অজিত কুমার কর