সেরার সেরা
এই বাংলার কন্যা পাবে সেরার সেরা পুরস্কার
গ্রন্থের নাম 'নীপবিতান', কবিতা কী চমৎকার!
অভিনন্দন জানাতে তাই
চল সবাই একসাথে যাই
হায় বাঙালি পারলে না তো করতে কবির গুণ বিচার।
------
পুরু চোখের চামড়া
চোখের চামড়া পাতলা তো নয় পুরু যেমন গণ্ডারের
কুরসি পেলেই কুকাজ করে আমজনতা দেখল ঢের।
দুর্নীতিতে ডুবে আছে
কত সম্পদ ওদের কাছে
চৌর্যবৃত্তি রক্তধারায় নেতানেত্রী-মন্ত্রীদের।
© অজিত কুমার কর