সাক্ষীগোপাল হয়েই থেকো

সক্রিয়তা যেই দেখাবে পড়বে বউয়ের কোপে
সাক্ষীগোপাল হয়েই থেকো ওরই ঘেরাটোপে।
ফুট কাটলেই বিপদ ভারী
রাগ ভাঙাতে পান সুপারি
তোমার কোনও মাতব্বরি টিকবে নাকো ধোপে।

--------

ঘোর আতঙ্ক

রক্ত দেখে ঘোর আতঙ্ক বউদিমণির চোখ-মুখে
'সব প্রশ্নের জবাব পাবি স্ট্যাটাস দিলে ফেসবুকে'।
নিদান শুনে দাদা অবাক
বলল না আর বদ্যিকে ডাক
ভালোমন্দ বউদি বোঝে ঘাঁটাবে সে কোন দুঃখে।

© অজিত কুমার কর