সখ মন্দ নয়
শোনো শোনো দেখছ দেখ বাড়িয়ো না ওই হাত
এক হাজার ভোল্ট ঝলসে যাবে মৃত্যু তৎক্ষণাৎ।
বামন হয়ে চাঁদ ধরার সখ
জান না কি পুঁটি খায় বক
এবার দৃষ্টি ফেরাও চাঁদু মার খাবে নির্ঘাত।
------
শিরায় শিরায় বিষ
বাঁকা লেজকে সোজা করা যেমন অসম্ভব
ঋণখেলাপি মানুষগুলো তেমনি বেয়াদব।
কী করে যায় দেশান্তরে
ওদের দোষে মানুষ মরে
সাহায্য পায় প্রশাসনের ভাবছ সব আজব?
© অজিত কুমার কর