কঠিন শাস্তি
ঠিক করেছি করব চুরি মন মানে না বশ
পাইপ নিয়ে উঠব গাছে খাব খেজুর রস।
অন্ধকারে উঠছি গাছে যেই
'নাম এখনি', ও ছিল কাছেই
শিউলী বলল 'পনেরো বার কান ধরে ওঠ-বস'।
-------
যা পারিস লুটে নে
এমন সুযোগ আর পাবি না নে লুটে নে যা পারিস
লুটবি যা তার এক সিকিভাগ তোরা সবাই আমায় দিস।
সান্ত্রী আমার ধরবে বা কে
পাহারাতে ওরাই থাকে
নিজের ঘরে রাখবি না সব অন্য কোথাও তা রাখিস।
© অজিত কুমার কর