কী টোপ দেবে
লতিকাকে ভালোবাসে হারু খাসকিল
বাবা যেন দারোয়ান ঘরে দোরে খিল।
সরবে না টোপ বিনে
দিয়ে এল রাম কিনে
সমাধান হয়ে গেল হাসি অনাবিল।
--------
চরম হেনস্থা
ভালোবাসা নয়কো ভালো
বেজার মুখে ও তাকালো।
গোলাপ নিল
থেঁতলে দিল
যেন গালে চড় লাগালো।
© অজিত কুমার কর