দুঃসংবাদ
ভ্যালেন্টাইন ডে-টা আসে ফেব্রুয়ারি মাসে
পঞ্চুখুড়ো কাটাচ্ছে কাল লতিকার আশ্বাসে।
গোলাপ দেবে হাতে
খবর পেল রাতে
মালাবদল হয়ে গেছে, পাবে না আর পাশে।
-----
বিফল প্রতীক্ষা
প্রেম নিবেদন করার জন্য নিত্য কেনে লাল গোলাপ
অপেক্ষা তার চা দোকানে চুমুটা পায় চায়ের কাপ।
এপথ দিয়ে আসে না আর
ভেবে খুড়োর সময় কাবার
কপালে আর গালে খুড়োর প্রকট বলিরেখার ছাপ।
© অজিত কুমার কর