দাড়িতে মৌচাক
আচমকা এক রানি যখন বসল খুড়োর দাড়িতে
তুলকালাম এক কান্ড তখন ঘটল খুড়োর বাড়িতে।
খুড়ি চাইছে বাঁধুক বাসা
মিলবে মধু ঘরেই খাসা
খুড়ো চাইছে উড়ে গিয়ে বসুক খুড়ির শাড়িতে।
------
দুঃসময়
দুঃসময়ে যায় না পাওয়া
এটাই হল কালের হাওয়া।
মন্দ কপাল
কী হালচাল
চলছে জীবনতরি বাওয়া।
© অজিত কুমার কর