চলে যা সাইবেরিয়া

গরমে যে প্রাণ আইঢাই বাঁচার কী উপায়?
এমন প্রশ্ন নিয়ে সবাই খুড়োর কাছে যায়।
ভেবেচিন্তে নিদান দিল
সবাই ওটা লুফে নিল
খুড়োর নিদান, 'বাংলা ছেড়ে যা সাইবেরিয়ায়'।

-------

রোদের ছ্যাঁকা

রোদের ছ্যাঁকায় ঠিকরে উঠি, যেমন ওঠে খই
আকাশে নেই মেঘের চিহ্ন গলদঘর্ম হই।
পৌঁছে গেছে আটচল্লিশে
মাটিতেই আজ যাব মিশে
সব কৃষকই দগ্ধ হচ্ছে একলা আমি নই।

© অজিত কুমার কর