চেনা হলেও ব্রাত্য এখন
দীর্ঘ দিনের চেনা হলেও পায়নি আমন্ত্রণ
ন্যুব্জ-কুব্জ-শীর্ণ দেহ ঝোড়ো কাক যেমন।
এড়িয়ে চলে দেখা হলেই
কদিন পরে যাবে মরেই
বিদায়লগ্নে এসব দেখে বিপর্যস্ত মন।
---
বাংলা ভাষাও আমার মা
জন্মদাত্রী মায়ের মতোই বাংলাভাষাও মা আমার
মাতৃহারা এই শিশুটি পাচ্ছে আদর এই ভাষার।
ভাষাই মেটায় মায়ের অভাব
প্রকাশ করি আমার যা ভাব
মাতৃভাষা স্বর্ণখনি অফুরন্ত এ ভাণ্ডার।
© অজিত কুমার কর