বই মেলে সই মেলে না
বইমেলা কেন যাই বলি শোনো-না
খাইদাই খুঁজি সই, বই কোনো না।
ব্যর্থতা বিশবার
'দুর্ভাগ্য তোমার
কতবার বিফলতা আর গোনো না'।
-------
হচ্ছেটা কী
'হচ্ছে টা কী' 'হচ্ছে টা কী' কান পাতলেই শুনতে পাই
এ খবর তো জানা সবার লুটছে নেতা-মন্ত্রীরাই।
হচ্ছে না তো তদন্ত ঠিক
জাদুকরের চলছে ম্যাজিক
পাশ করেছ বেশ করেছ ওরাই পাতে ফেলছে ছাই।
© অজিত কুমার কর