ব্ল্যাক সিঙাড়া
ব্ল্যাক সিঙাড়ার রেসিপিটা দিয়েছে এক শেফ নামি
নির্দেশিকা মেনেই চাপাই ওভেন 'পরে প্যান আমি।
সিঙাড়াটা তেলে দিয়ে
বসি মোবাইলটা নিয়ে
মিনিট দশেক পরে দেখি ঝিমকালো, নয় বাদামি।
-----
কী আছে ওই চোখে
কী আছে তোর ওই দুচোখে ওরে ও ফাল্গুন
জ্বলছে অবিশ্রান্ত বুকে কুলকাঠের আগুন।
নিভবে কেবল পরশ পেলে
প্রেমসুধারস দিলে ঢেলে
ব্যথা দিতে পোড়া ঘায়ে ফেলিস না রে নুন।
© অজিত কুমার কর